Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনের জন্য বাংলাদেশ জরুরি চিকিৎসা সহায়তা পাঠাবে বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ১৯:৩৮

ঢাকা: ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার প্রতি ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে দেশটির প্রতি অব্যাহত সমর্থন ও সহযোগিতা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের কাছে এই ঘটনার সুবিচার দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ বুধবার (২৬ মে) ফিলিস্তিনের জন্য জরুরি চিকিৎসা সরঞ্জামসহ প্রয়োজনীয় সহযোগিতা পাঠাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (২৬ মে) সকালে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের কাছে জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন

এর আগে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান গত ১৭ মে সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে ফোন দিয়ে আমাদের প্রতি আবারও সমর্থন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে, বাংলাদেশ শিগগিরই ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি চিকিৎসা সরঞ্জামসহ প্রয়োজনীয় সহযোগিতা পাঠাচ্ছে।’

রাষ্ট্রদূত ইউসুফ রামাদান আরও বলেন, ‘আমরা জাতিসংঘ, ওআইসিসহ সব বৈশ্বিক সংগঠন এবং বিশ্বের সবার কাছে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও দোয়া চাই। ইসরাইলি নারকীয় বাহিনী ফিলিস্তিনের মাটিতে যে ধ্বংসলীলা চালাচ্ছে তা দৃশ্যমান। ইসরাইল যে মানবাধিার লঙ্ঘন করছে তাও বিশ্ববাসী দেখছে। ইসরাইল ফিলিস্তিনের জনগণের ঘরবাড়ি অবৈধভাবে দখল করে তাদের বাস্তুচ্যুত করছে। ফিলিস্তিনের জনগণ বিশ্ববাসীর কাছে এই জঘন্য ঘটনার বিচার চায়।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘ফিলিস্তিনে ইসরাইল যে মানবাধিকার লঙ্ঘন করছে তা বিশ্বের কোনো আইনেই মেনে নেওয়া যায় না। ইসরাইলের এই হত্যা এবং মানবাধিকার কর্মকাণ্ড বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। বিশ্বের শান্তি এবং প্রগতি নিশ্চিতে এমন অমানবিক কর্মকাণ্ড ঘটানোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/পিটিএম

ইসরাইল চিকিৎসা সহায়তা ফিলিস্তিন

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর