Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াস নিয়ে স্থানীয় সরকারের কন্ট্রোল রুমের নম্বর— ৯৫৪৫৪১৫

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ১৯:২০

ঢাকা: ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কিত তথ্য আদান-প্রদান করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।কন্ট্রোল রুমের নম্বর— ৯৫৪৫৪১৫। একইসঙ্গে ইয়াস মোকাবিলায় স্থানীয় সরকার জনপ্রতিনিধি, মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাদের সার্বিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ মে) স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় অনলাইনে আয়োজিত প্রস্তুতিমূলক এক জরুরি সভায় সভাপতির বক্তব‌্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং সহযোগিতার জন্য এই কন্ট্রোল রুমের সঙ্গে উপকূলীয় অঞ্চলে স্থানীয়ভাবে খোলা অন্যান্য কন্ট্রোল রুমের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, হঠাৎ করে জলোচ্ছ্বাস হওয়ায় ওইসব এলাকায় তীব্র পানির সংকট দেখা দেয়। তখন জরুরি পানি সরবরাহ করতে হয়, স্যানিটেশন ব্যবস্থা প্রস্তুত রাখতে হয়। এই কাজগুলো ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর করে থাকে। এজন‌্য সার্বিক পরিস্থিতি মোকাবিলায় এই প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কারণ এই প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ইতোমধ‌্যে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ওয়াটার পিউরিফাই ট্যাবলেট, স‌্যানিটেশন ব‌্যবস্থাসহ অন‌্যান‌্য প্রয়োজনীয় কার্যক্রম প্রস্তুত রেখেছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিসহ স্থানীয় সরকার বিভাগের অন্যান্য প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসনসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান যেকোনো দুর্যোগে মানুষকে সচেতন, নিরাপদ আশ্রয় নিয়ে আসাসহ মানসিকভাবে শক্তি যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনপ্রতিনিধিদের সঙ্গে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নিবিড় সম্পর্ক থাকে। এ কারণে জনপ্রতিনিধিরা মানুষকে দুর্যোগ সম্পর্কে সতর্ক এবং সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকল স্তরের জনপ্রতিনিধি, জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান একসঙ্গে বসে করণীয় ঠিক করে মানসিকভাবে প্রস্তুতি নিলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

বিজ্ঞাপন

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ মাঠ পর্যায়ে কাজ করেন এমন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সারাবাংলা/জেআর/এসএসএ

ইয়াস ঘূর্ণিঝড় ইয়াস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর