Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দহগ্রামে বিএসএফর বাধায় বঙ্গবন্ধু জাদুঘর নির্মাণ কাজ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ০২:৪৮ | আপডেট: ২৫ মে ২০২১ ১৭:৪৭

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ৩৩ লাখ টাকা ব্যয়ে এই জাদুঘরটি নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

রোববার (২৩ মে) পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গোরপোতা করিডোর এলাকায় সীমান্তে এ জাদুঘর নির্মাণের কাজে বাধা দেয় বিএসএফ। সোমবার (২৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দহগ্রাম ক্যাম্প।

বিজ্ঞাপন

ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুস সামাদ সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরটি এলজিইডি’র উদ্যোগে নির্মাণ করা হচ্ছিল। জাদুঘরটি সীমান্তের ১৫০ গজের মধ্যে পড়ে যাওয়ায় বিএসএফ এটি নির্মাণের কাজে বাধা দিয়েছে। আপাতত নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নির্মাণে বাধা দেওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় বিজিবিকে সঙ্গে নিয়ে বিজিবি ও বিএসএফের সিও পর্যায়ে কথা বলেছি।

ইউপি চেয়ারম্যান বলেন, বিএসএফ কিছু কাগজপত্র চেয়েছে। আমরা সেই কাগজগুলো তাদের দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। দুই দেশের মধ্যে এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

দহগ্রাম করিডোর বঙ্গবন্ধু জাদুঘর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর