Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির হামজাসহ ৩ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ১৬:৫৮ | আপডেট: ২৫ মে ২০২১ ১৮:০৪

ঢাকা: ওয়াজের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেফতার আলোচিত বক্তা আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে এ রিমান্ডের আদেশ দেন।

অপর দুই আসামিরা হলেন— আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন। এদেরকে চার দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন একই আদালত।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন।

আরও পড়ুন: ধর্মের অপব্যাখ্যা দেওয়ার অভিযোগে আমির হামজা গ্রেফতার

এ সময় আসামিপক্ষের আইনজীবী সামছুন উদ্দিন আকন্দসহ প্রমুখ তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আব্দুল্লাহ আবু এ রিমান্ডের পক্ষে শুনানি করে জামিনের বিরোধীতা করেন।

গত ২৪ মে বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেফতার করে সিটিটিসি।

উল্লেখ্য, আমির হামজা ওয়াজ মাহফিলের নামে ইসলামের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন বলে পুলিশের দাবি। ইউটিউবে ছড়ানো তার বেশকিছু বক্তব্য উগ্রবাদে উসকানিমূলক, যা শুনে কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সম্প্রতি নাশকতার মামলায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান শুরু হলে আত্মগোপনে চলে যান আমির হামজা।

বিজ্ঞাপন

আরও জানা যায়, তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় গত ৫ মে সাকিব নামে একজনকে গ্রেফতার করা হয়। সাকিবকে গ্রেফতারের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিব ছাড়াও আলী হাসান ও মাহমুদুল হাসান গুনবী নামে দু’জনকে আসামি করা হয়েছিল। সাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিব কথিত বক্তা আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখের উগ্রবাদী-জিহাহি হামলার বার্তাসংবলিত ভিডিও দেখেন এবং উগ্রবাদে আসক্ত হন।

সারাবাংলা/এআই/এনএস

আমির হামজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর