Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় ঘূ‌র্ণিঝড় ইয়াসের প্রভা‌বে নিম্নাঞ্চল প্লা‌বিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ১৪:২৫ | আপডেট: ২৫ মে ২০২১ ১৪:২৯

ভোলা: ঘূ‌র্ণিঝড় ইয়াসের প্রভা‌বে ভোলার বি‌ভিন্ন নদ-নদীর পা‌নি স্বাভা‌বি‌কের চে‌য়ে ক‌য়েক ফুট বৃ‌দ্ধি পে‌য়ে দুই ইউনিয়‌নের ৬টি গ্রাম প্লা‌বিত হ‌য়ে‌ছে। এতে পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে প্রায় ৬ হাজার মানুষ।

মঙ্গলবার (২৫ মে) ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার ঢাল চর ইউনিয়‌নের নিম্নাঞ্চ‌লের তিন‌টি গ্রাম ও চর মা‌নিকা ইউনিয়‌নের ৩টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌। এছাড়া পা‌নি‌তে ভে‌সে গে‌ছে পুকুর ও ঘে‌রের মাছ। এতে প্রায় কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক্ষ‌তিগ্রস্তদের।

বিজ্ঞাপন

ঢালচ‌ন ইউনিয়‌নের চেয়ারম‌্যান মো. সালাম হাওলাদার ও চর মা‌নিকা ইউনিয়‌নের চেয়ারম‌্যান শ‌ফিউল্লাহ হাওলাদার ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন। তারা জানান, আজ মঙ্গলবার ভো‌রের দি‌কে হঠাৎ ক‌রে অতি জোয়া‌রের কার‌ণে নিম্নাঞ্চল প্লা‌বিত হ‌য়ে পুকুর ও ঘে‌রের মাছ ভে‌সে গে‌ছে। এতে কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

এদি‌কে দুই ইউনিয়‌নের পা‌নিব‌ন্দি মানুষ‌কে নিরাপ‌দ আশ্রয়ে নেওয়ার জন‌্য কোস্টগার্ড সদস‌্যরা কাজ শুরু ক‌রে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের লে. তাহ‌সিন রহমান।

পাশপাশি ঘূ‌র্ণিঝ‌ড়ের প্রভা‌বে ভোলার বি‌ভিন্ন উপ‌জেলায় বৃ‌ষ্টিপাত হ‌য়ে‌ছে। এছাড়া বর্তমা‌নে হালকা বাতাস বই‌ছে।

সারাবাংলা/এমও

ইয়াস ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ইয়াস নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর