Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ২২:৪৪

চাঁদপুর: জেলার হাজীগঞ্জ উপজেলায় ২১ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মে) ভোরে উপজেলার পূর্ব বড়কূল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এরপরে দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে নির্যাতিত তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল এলাকার মো. মহিউদ্দিন ও শাকিল হোসেন। এই ঘটনায় আরও দুই আসামি ইসমাইল হোসেন ও মো. কালু পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী গত শনিবার বিকেলে তার নিজবাড়ি জয়শরা থেকে নদীবাড়ী এলাকায় ঘুরতে আসে। সেখানে শাকিল নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে রাতে ওই তরুণী বাড়ি যেতে চাইলে শাকিল ও তার সহযোগিরা কৌশলে নদীবাড়ী সংলগ্ন একটি বালুর মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে আজ (সোমবার) সকালে রাস্তার পাশে ফেলে চলে যায়।

পরে এ ঘটনায় ভুক্তভোগী হাজীগঞ্জ থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্ত বাকি দুই আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

সারাবাংলা/এনএস

গ্রেফতার ২ তরুণীকে গণধর্ষণ