Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ২১:২৯ | আপডেট: ২৪ মে ২০২১ ২২:১৩

ঢাকা: জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোজকুর বাংলাদেশ সফরে আসছেন মঙ্গলবার (২৫ মে)। চলমান বৈশ্বিক একাধিক বিষয়ে সংকট এবং সমাধান এই সফরে গুরুত্ব পাবে।

প্রেসিডেন্ট ভলকান বোজকুর বাংলাদেশ সফরে একটি সেমিনারে বক্তৃতাসহ কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। বাংলাদেশ থেকে তিনি পাকিস্তান সফরে যাবেন।

ঢাকার জাতিসংঘ কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় প্রেসিডেন্ট ভলকান বোজকুরকে স্বাগত জানাবেন। সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রেসিডেন্ট ভলকান বোজকুর।

এর মধ্যে জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বক্তৃতা করবেন। চলমান বৈশ্বিক একাধিক বিষয়ে সংকট ও সমাধান এবং বহুপাক্ষিক ফোরাম ও জাতিসংঘের প্রক্রিয়া ফোকাস পাবে তার এই বক্তৃতায়।

সারাবাংলা/জেআইএল/টিআর

৭৫তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশ সফর ভলকান বোজকুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর