Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেট অধিবেশন ১২ কার্যদিবসে, সংসদে ফিরছেন সাংবাদিকরা

স্পেশাল করেসপন্ডেট
২৪ মে ২০২১ ২১:৪১ | আপডেট: ২৫ মে ২০২১ ০৩:০১

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতেই হাজির হয়েছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ তথা বাজেট অধিবেশন। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় চললেও করোনা পরিস্থতিতে গত বছরের মতো এ বছরও এটি হবে সংক্ষিপ্ত। সংসদ সচিবালায় সূত্র জানিয়েছে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে মাত্র ১২ কার্যদিবস চলবে বাজেট অধিবেশন।

জানা গেছে, এরই মধ্যে প্রস্তুত খসড়া কার্যসূচি অনুযায়ী ২ জুন শুরু হবে অধিবেশন। এটি শেষ হবে ১ জুলাই। তবে এই একমাসে কার্যদিবস হবে ১২টি। আর এই অধিবেশনের মাধ্যমেই দীর্ঘ প্রায় দেড় বছর পর গণমাধ্যমকর্মীরা সশরীরে সংসদে উপস্থিত থেকে সংসদ অধিবেশনের সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী ২ জুন বুধবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। ওই দিন চলতি সংসদের সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও গ্রহণের পর অধিবেশন মুলতবি করা হবে।

পরদিন বিকেল ৩টায় বাজেট প্রস্তাব ও অর্থ বিল উত্থাপন করা হবে। দুই দিন বিরতি দিয়ে ৬ জুন থেকে শুরু হবে বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা। ওই দিন থেকে অধিবেশন শুরু হবে সকাল ১১টায়। ৭ জুন সোমবার সম্পূরক বাজেট পাসের পর অধিবেশন ফের  মূলতবি করা হবে।

টানা ছয় দিন বিরতি দিয়ে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে ১৪ জুন। এই আলোচনা চলবে ১৫, ১৬, ১৭ ও ২৮ জুন। সাধারণ আলোচনা শেষে ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে। পরদিন ১ জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ভাষণের মধ্য দিয়ে করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, সংসদে বাজেট পেশের আগে ওইদিন বেলা ১২টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর অর্থবিলে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ কারণে রাষ্ট্রপতি সেদিন তার সংসদ ভবন কার্যালয়ে অবস্থান করবেন।

রাষ্ট্রপতির আগমনসহ বাজেট অধিবেশনকে সামনে রেখে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। সংসদ ভবন, সদস্য ভবন ও সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল ও সংসদ এলাকার সৌন্দর্য বাড়ানো হয়েছে।

বাজেট অধিবেশনে প্রবেশের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এজন্য মন্ত্রী-এমপি ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা করাতে হবে। তিন দিন পর পর নমুনা পরীক্ষা করাতে হবে। সংসদ চলাকালীন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে এবার সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের সংসদ ভবনের সাংবাদিক লাউঞ্জে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন। এজন্য তাদের করোনা নেগেটিভ সনদ নিতে হবে। সংসদ সচিবালয়ই এই করোনা টেস্টের ব্যবস্থা করবে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

টপ নিউজ বাজেট অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর