চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৪ জনের মৃত্যু
২৪ মে ২০২১ ২০:৫৯ | আপডেট: ২৪ মে ২০২১ ২২:০৪
চাঁপাইনবাবগঞ্জ: জেলায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইটি মহিষও মারা গেছে। সোমবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে জেলার সদর ও গোমস্তাপুর উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সুত্র জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হরমা এলাকায় বাড়ির পাশে বেঁধে রাখা মহিষ আনার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলামের মৃত্যু হয়। এ সময় তার পিতাও গুরুতর আহত হয় এবং দুটি মহিষও মারা যায়। নিহত রবিউল ইসলামপুর ইউনিয়নের হরমার একরামুল হকের ছেলে।
অপরদিকে, সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া এলাকায় লিচু কুড়াতে গেলে বজ্রপাতে আল-আমিন নামে এক কিশোরের মৃত্যু হয়। মৃত আল-আমিন সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া এলাকায় শরিফুল ইসলামের ছেলে। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে শাহিদা আখতার নামে ১১ বছরের এক কিশোরীর মৃত্যু হয়। মৃত শাহিদা গোমস্তাপুর উপজেলার নসিবন্দিনগর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে। বৃষ্টির মধ্যে আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহিদার মৃত্যু হয়।
এদিন দুপুরে লিলি খাতুন খুশি নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে বজ্রপাতে মারা যায় খুশি। মৃত লিলি রহনপুর ইউনিয়নের হুজরাপুর গ্রামের বিপ্লব আলির মেয়ে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, আজ (সোমবার) দুপুরে মেঘ উঠলে সদরে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটেছে।
সারাবাংলা/এনএস