Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ১৯:৩৮ | আপডেট: ২৪ মে ২০২১ ১৯:৪১

জয়পুরহাট: জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শরীফুল ইসলামের ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নম্বরটির (০১৭১৩২০১৫০০) ক্লোন করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র।

সোমবার (২৪ মে) দুপুরে ‘জেলা প্রশাসক জয়পুরহাট’ নামের একটি ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন জয়পুরহাটের জেলা প্রশাসক।

ওই স্ট্যাটাসে মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রতারক চক্র ফোন দিলে দয়া করে নম্বরটি জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করবেন।’

এ বিষয়ে ডিসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলীসহ একাধিক কর্মকর্তার কাছে এমন ফোন এসেছে বলে সোমবার (২৪ মে) দুপুরে জানতে পারি। তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। ফোন করে কয়েকজনের কাছেই টাকা চাওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। আসলে এসব ফোন কল আমার নয়।’

এ ঘটনা জানতে পেরে গ্রামীণেফোনের জেলা প্রতিনিধিকে ডেকে বিষয়টি অবহিত করেছেন বলেও জানিয়েছেন জয়পুরহাটের ডিসি মোহাম্মদ শরীফুল ইসলাম।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বর ক্লোন করে অর্থ দাবি করার বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

অর্থ দাবি জয়পুরহাট ডিসির মোবাইল নম্বর ক্লোন