Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম কারাগারের বন্দীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ১৮:০১

চট্টগ্রাম ব্যুরো: বুকে ব্যাথা অনুভব করায় হাসপাতালে নেওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২৪ মে) বেলা ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজতি একেএম রেজাউল করিম (৬২) চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া এনআই অ্যাক্টের একটি মামলায় গত ২৫ এপ্রিল থেকে কারাগারে ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান সারাবাংলাকে জানান, রেজাউল করিম উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। গতকাল রোববার (২৩ মে) অসুস্থবোধ করায় তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ (সোমবার) বেলা ১২টার দিকে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে জানান, বুকে ব্যাথায় আক্রান্ত বন্দী রেজাউলকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সুপার শফিকুল চিকিৎসকের বরাত দিয়ে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রেজাউলের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তসহ সার্বিক প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম কারাগারে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর