Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নেতা জিহাদকে কাভার্ডভ্যানের ধাক্কা: চালক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ১৮:১১

ছবি: প্রতিকী

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক ও বিটিভির প্রতিবেদক জিহাদুর রহমান জিহাদকে রাজধানীর কাকরাইলে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের চালক মো. হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই মিজানুর রহমান। অপরদিকে, আসামির পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

গত ২২ মে আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত শুক্রবার (২১ মে) সকাল ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন ওই সাংবাদিক নেতা।

জানা গেছে, জিহাদ সকালে বাসা থেকে সেগুনবাগিচায় যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন জিহাদ। বুক ও মুখমণ্ডলে আঘাত পান তিনি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সারাবাংলা/এআই/এমও

কাভার্ডভ্যান চালক কারাগারে সাংবাদিক নেতা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর