ভাইভার দাবিতে এনটিআরসিএ’র কাছে খোলা চিঠি
২৪ মে ২০২১ ১৭:৪৪ | আপডেট: ২৪ মে ২০২১ ১৭:৪৫
ঢাকা: ১৬ তম শিক্ষক নিবন্ধন ভাইবা দ্রুত শুরুর দাবিতে এনটিআরসিএ’র কাছে খোলা চিঠি দিয়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের পক্ষ থেকে মো. ইকবাল হাসান এই চিঠি দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ১৬তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার্থীরা পরীক্ষা না হওয়ার কারণে মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। গত ৬ মাস ধরে ভাইভা পরীক্ষা দিয়ে আসলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি। এনটিআরসিএ’র ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে কোনো ব্যাচ ভাইভা দেয়নি। করোনায় লকডাউনের কারনে প্রায় ২ মাস ধরে ভাইভা বন্ধ রয়েছে। অনেকের বয়স শেষের দিকে। আবার অনেকের বয়স ভাইভা দেওয়ার আগেই শেষ হয়ে যাবে।
চিঠিতে অনুরোধ জানিয়ে বলা হয়, বর্তমানে করোনার কারণে যে লকডাউন চলছিল তা শিথিল করেছে সরকার। বাস,ট্রেন, লঞ্চ যেহেতু অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত শুরু করবে সেহেতু বাকি অল্প কিছুদিনের মধ্যে ভাইভা শুরু করা সম্ভব।
অবিলম্বে বাকি ভাইভা শুরু করে চুড়ান্ত ফলাফল অতিদ্রুত প্রকাশ করতে বিশেষ হস্তক্ষেপ কামনা করা হয় চিঠিতে।
সারাবাংলা/এসএসএ