পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
২৪ মে ২০২১ ১৫:৫১ | আপডেট: ২৪ মে ২০২১ ১৫:৫৮
ঢাকা: দুইদিন বিরতি দিয়ে আবারও ঊর্ধমুখীধারায় ফিরেছে পুঁজিবাজার। সোমবার (২৪ মে) পুঁজিবাজারে সূচকের ঊর্ধমুখীর পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেনও।
দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৮১০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিলো।
সোমবার (২৪) দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬৩টি কোম্পানির ৬৪ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৬১২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৮১০ কোটি ৯৯ লাখ টাকা। আগের দিন রোববার ডিএসইতে লেনদেন হয়েছিলো এক হাজার ৪৮৫ কোটি ৫৯ লাখ টাকা।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪২ পয়েন্টে উন্নীত হয়। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৯ পয়েন্টে উঠে আসে।
অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৯৪ কোম্পানির ৪ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৬৮০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির কোম্পানির শেয়ারের দাম।
দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৭৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৩৫ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ৯৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৯১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো।
সারাবাংলা/জিএস/এমও