Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে সু চি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২১ ১৪:২৫ | আপডেট: ২৪ মে ২০২১ ১৪:৪৯

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তা প্রশাসনের সিদ্ধান্তে গৃহবন্দি থাকা দেশটির স্টেট কাউন্সিলর এবং সংসদে সংখ্যাগরিষ্ঠ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রধান অং সান সু চিকে প্রথমবারের মতো রাজধানী নেইপিডোর এক আদালতে সশরীরে হাজির করা হয়েছে। রয়টার্স।

সোমবার (২৪ মে) সু চি’র আইনজীবী তায়ে মঙ মঙ রয়টার্সকে বলেছেন, আদালতে তাকে দেখে সুস্থই মনে হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুনানি শুরুর আগে সু চি তার আইনজীবীদের সঙ্গে আধা ঘণ্টার মতো মুখোমুখি বৈঠকও করেছেন।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। সে সময়, চার হাজার রাজনৈতিক কর্মীসহ এনএলডি’র শীর্ষ নেতাদের সঙ্গে সু চিকেও বন্দি করে জান্তা প্রশাসন।

সু চির বিরুদ্ধে নতুন করে মানি লন্ডারিং এবং অবৈধ ওয়াকিটকি রাখার অভিযোগে দুই আদালতে একাধিক মামলাও করা হয়েছে।

সু চির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি করা হয়েছে উপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’র আওতায়, এই মামলায় দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আগের শুনানিগুলোতে ৭৫ বছর বয়সী সু চিকে ভার্চুয়াল আদালতে হাজির করা হয়। সে সময়, আইনজীবীদের সঙ্গেও তাকে সরাসরি দেখা করতে বা কথা বলতে দেওয়া হয়নি। সেনা সদস্যদের উপস্থিতিতে কেবল ভিডিও কলের মাধ্যমে আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারছিলেন সু চি।

সারাবাংলা/একেএম

টপ নিউজ মিয়ানমারে সেনা অভ্যুত্থান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর