Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৪ মে ২০২১ ১৩:৪৮

মুন্সিগঞ্জ: সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী এলাকায় ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া বিদুৎ হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মে) বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। এর আগে রোববার (২৩ মে) রাত ৮ টার দিকে ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন বিদ্যুৎ।

বিদুৎ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের মৃত রিয়াজুদ্দিন মাঝির ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার রাত ৮টার দিকে বিদুৎ ও মো. মামুন হোসেন নামে এক ব্যক্তি নৌকা দিয়ে সিরাজদিখান উপজেলার চান্দেরচর থেকে ধলেশ্বরী নদীর উপর দিয়ে রামকৃষ্ণদী গ্রাম আসছিলেন। মাঝ নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকাটি তলিয়ে যায়। এসময় মাঝি আবু মিয়া এবং মামুন সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও বিদুৎ নিখোঁজ হন।

মুন্সিগঞ্জের শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ হোসেন বলেন, যেখানে নৌকাটি ডুবে ছিল তার ৩-৪শ’ ফিটের মধ্যেই নদীর তলদেশ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি আমরা স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছি।

সারাবাংলা/এসএসএ

ধলেশ্বরী নদী মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর