লঞ্চ চলাচল শুরু
২৪ মে ২০২১ ১২:৪০ | আপডেট: ২৪ মে ২০২১ ১৬:১৭
ঢাকা: টানা দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সচল সদরঘাট। শুরু হয়েছে সব ধরনের লঞ্চ চলাচল। চলাচলের অনুমতি পাওয়ার পর থেকেই সদরঘাটসহ ছোটবড় লঞ্চঘাটগুলোতে শুরু হয়েছে কর্মব্যস্ততা।
সোমবার (২৪ মে) রাজধানীর সদরঘাটে খোঁজ নিয়ে জানা গেছে, কম দূরত্বের স্থানগুলোতে সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। সকাল সাতটায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশে লঞ্চ ছেড়ে গেছে। আবার বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে এসেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমভি শাকিলার কর্মচারী কবির হোসেন জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। তাই যাত্রীসংখ্যা একটু বেশি। তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রীই পরিবহন করছি।
দুলাল খানের আরেক কর্মচারী জানান, তারাও স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করছেন। রিয়াজ খানের কর্মচারী ফারুক হোসেন বলেন, লঞ্চ চলাচলে অনুমতি দেওয়ায় দুশ্চিন্তা দূর হয়েছে।
জানা গেছে, দক্ষিণাঞ্চল রুটে দূরপাল্লার লঞ্চ ছেড়ে যাবে বিকাল পাঁচটার পর থেকে। এ প্রসঙ্গে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ( যাত্রী পরিবহন) এর পরিচালক ও সুরভী নেভিগেশনের নির্বাহী পরিচালক রিয়াজ উল কবীর সারাবাংলাকে জানান, লঞ্চ চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।
এদিকে লঞ্চ ছাড়াও নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি সচল রয়েছে। তবে বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ সূত্র বলছে, তারা লঞ্চ চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টি পর্যবেক্ষণ করবেন।
এর আগে গত (২২ মে) এক সংবাদ সম্মেলনে ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ পরিচালনা করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন লঞ্চ মালিকদের সংগঠন। সেদিনের সংবাদ সম্মেলনে তারা নৌ চলাচলে বিভিন্ন ট্যাক্স ও চার্জ মওকুফের দাবি জানান।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধে গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ চলমান।
সারাবাংলা/জেআর/এএম