Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলছে দূরপাল্লার বাস, নেই যাত্রীর চাপ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ১০:০৩ | আপডেট: ২৪ মে ২০২১ ১২:৫৪

ঢাকা: বিধিনিষেধ শিথিল করে গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে, দুই সিটে একজন যাত্রী নিয়ে চলছে দূরপাল্লার বাস। তবে দূরপাল্লার বাস চালুর প্রথম দিনে যাত্রীর চাপ একদমই নেই বললেই চলে।

সোমবার (২৪ মে) মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে এমনটাই দেখা গেছে।

এনা পরিবহনের কাউন্টারের সামনে গিয়ে দেখা যায়, যাত্রী তেমন নেই। ময়মনসিংহগামী এনার বাসটি সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করে আটজন যাত্রী পেয়েছে। সাধারণ সময়ে ময়মনসিংহ ভাড়া ২২০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। আর যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে আসনে বসানো হচ্ছে।

এনা পরিবহনের বাস চালক রতন সারাবাংলাকে বলেন, বাস চালু হওয়ায় আমরা খুশি। রুটি রুজি চালু হয়েছে। ঈদের সময় ঈদও করতে পারেনি। এখন কোনোমতে বেঁচে তো থাকতে পারবো। তবে প্রথম দিনে যাত্রী অনেক কম। এতো কম যাত্রী নিয়ে আবার বাস চালানোও কষ্ট। প্রথম দিন অনেক মানুষ জানে না। হয়তো সেজন্যই যাত্রী কম।

টাঙ্গাইলগামী উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিনিময় বাস। সকাল থেকে সাড়ে আটটা পর্যন্ত কোনো যাত্রীই পায়নি পরিবহনটি। কথা হয় বাসটির সুপারভাইজার আশিকের সঙ্গে। তিনি জানান, সকাল থেকে বসে আছি গাড়ি নিয়ে। কোনো যাত্রী নেই। পুরো বাস ফাঁকা। আজ চালু হয়েছে। অনেকেই জানে না। আস্তে আস্তে যাত্রী হবে। এতোদিন তো বন্ধ ছিল, এখন চালু হওয়ায় আমরা খুশি। যাত্রী আজ না হয় কাল তো হবেই।

ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়ার ইকোনো বাস। ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পুরো বাসে যাত্রী ৫ জন। কাউন্টারে গিয়ে কথা হয় মাস্টার রাশেদুল হাসানের সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে বাস চালু করেছি। সকাল থেকে আমাদের দুটি বাস ছেড়ে গেছে। যাত্রী একদম কম।

বিজ্ঞাপন

শাহ ফতেহ আলী বাস। চলাচল করে বগুড়া-নওগাঁ রুটে। পুরো বাসে যাত্রীর সংখ্যা ১২ জন। সুপারভাইজার নোমান জানালেন, বাসে যাত্রী কম। তারপরও কাজ শুরু করতে পেরে আমরা খুশি।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১১ এপ্রিল থেকে সারাদেশে গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

সারাবাংলা/এসজে/এএম

দূরপাল্লার বাস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর