Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পরিস্থিতিতে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন সীমিত পরিসরে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ১৮:৩১ | আপডেট: ২৩ মে ২০২১ ১৮:৩৯

ঢাকা: করোনাভাইরাস সংক্রামণের ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি। এ লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে— ২৯ মে বিকেল সাড়ে তিনটায় ভার্চুয়াল আলোচনা সভা এবং ৩০ মে ভোরে কেন্দ্রীয় ও মহানগর-জেলা-উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ।

৩০ মে মৃত্যুবার্ষিকীর দিন ঢাকা মহানগরসহ জেলা-উপজেলা-পৌরসভায় দলের প্রতিষ্ঠাতা আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি জানান, বিএনপি ছাড়াও দলের সকল অঙ্গসংগঠন নিজেদের সুবিধামতো সময় সমন্বয় করে কর্মসূচি পালন করবে।

উল্লেখ, ১৯৮২ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সেনা বিদ্রোহে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তার অবর্তমানে দলের হাল ধরেন তারই পত্নী খালেদা জিয়া।

সারাবাংলা/এজেড/পিটিএম

জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী সীমিত পরিসরে

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর