Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে একজনের মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ১৮:৫৫

মোংলা (বাগেরহাট): মোংলা বন্দরে আসা ‘ওটি সি লিংক উৎসব’ নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. লাল মিয়া (৫২)। তিনি ওই জাহাজের গ্রিজার।

রোববার (২৩ মে) দুপুর সোয়া ১টার দিকে মোংলা বন্দরে আসা তেলবাহী ট্যাঙ্কার ‘ওটি সি লিংক উৎসব’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া মো. ইয়াছিনের (৫০) অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ‘সুন্দরবন’ নামের একটি ট্যাগ বোট দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসও তাতে যোগ দেয়।

তেলের ট্যাঙ্কার ‘ওটি সি লিংক উৎসব’ জাহাজের মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস বলে জানা গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের প্রধান চিকিৎসক কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া অপরজনের অবস্থাও আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার শেখ ফখরউদ্দিন জানান, বন্দরের নিজস্ব সার্ভিস জেটিতে নোঙ্গর করার মুহূর্তেই তেলের ট্যাঙ্কার ওটি সি লিংক উৎসবে আগুন ধরে যায়। এ সময় ইঞ্জিন রুমে থাকা ২ জন গ্রিজার মো. ইয়াছিন (৫০) ও মো. লাল মিয়া (৫২) অগ্নিদগ্ধ হলে তাদেরকে বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে দুপুরে খুলনা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পৌঁছানোর সময়ই গ্রিজার মো. লাল মিয়ার (৫২) মৃত্যু হয়। অপরজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার অবস্থাও আশংকাজনক বলেও জানান হারবার মাস্টার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

একজনের মৃত্যু ট্যাঙ্কারে আগুন তেলবাহী মোংলা বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর