Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজিনার জামিনের রায় ফরমায়েশি: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ১৭:৩৮

ঢাকা: ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনে দায়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের রায় ‘ফরমায়েশি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিচার ব্যবস্থা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। যে আইনে তাকে (রোজিনা ইসলাম) গ্রেফতার করা হয়েছে সেই আইন কিন্তু জামিনযোগ্য। সেই বৃটিশ আমলের আইন তারা নিয়ে এসে প্রয়োগ করেছে। এটাতে জামিনযোগ্য সেকশন আছে। সেখানে তো আপনি জামিন দিচ্ছেন না। একদিন একদিন করে পেছাচ্ছেন।’

‘কার কাছ থেকে নির্দেশ আসে? তার জন্য অপেক্ষা করতে করতে আপনি জামিন দিলেন এই শর্তে যে, বিদেশে যেতে পারবেন না এবং পাঁচ হাজার জামানত। কেন বিদেশ যেতে পারবে না? এই রায় অবশ্যই ফরমায়েশি রায় বলে আমরা মনে করি’— বলেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দুবর্লতার জন্য এগুলো হচ্ছে। ইউ আর নট ইউনাটেড। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারছেন না। আপনারা আগে যেভাবে নিজের স্বার্থের জন্য দাঁড়াতেন, সেই স্বার্থের জন্য আজকে আপনারা ইউনাটেডলি দাঁড়াতে পারেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘কালকে দেখলাম রোজিনার ঘটনায় নেগোশিয়েট করা হচ্ছে। কে নেগোশিয়েট করছেন? আপনাদের ইকবাল সোবহান চৌধুরী। তিনি কী করেছিলেন সাংবাদিক সাগর-রুনির হত্যার আন্দোলনের সময়? আন্দোলনের কয়েকদিন পরে উনি অ্যাডভাইজার হয়েছিলেন। তারা যদি আজ নেগোশিয়েট করে সরকারের সঙ্গে, তাহলে এর চেয়ে রেজাল্ট কী পাবেন?’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এখন বিচার ব্যবস্থা সরকারের ওপর নির্ভর করে। সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। সরকার পুরোপুরিভাবে এটা নিয়ন্ত্রণ করছে, এটা দলীয়করণ হয়ে গেছে। সেই কারণে আজ এটা (রায়) হচ্ছে। সুতরাং নির্ভয়ে কাজ করার জন্য আপনাদের ঐক্য প্রয়োজন।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ ফখরুল ইসলাম আলমগীর ফরমায়েশি রোজিনা ইসলাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর