ব্যাংকে লেনদেনের সময় বাড়ল
২৩ মে ২০২১ ১৬:৪১
ঢাকা: চলমান লকডাউন শিথিল হওয়ায় দেশের সকল ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী আগামী ২৪ মে (সোমবার) থেকে ৩০ মে (বোববার) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন চলবে। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রোববার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের নির্বাহী কর্মবর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়, নতুন সময় অনুযায়ী— সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে ব্যাংক লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৩ এপ্রিল জারি করা ডিওএস সার্কুলার লেটার নম্বর-১৫ এ প্রদত্ত অনান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।
ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
সারাবাংলা/জিএস/এনএস