ভারতীয় ভ্যারিয়েন্টেও কার্যকর অক্সফোর্ড ও ফাইজারের ভ্যাকসিন
২৩ মে ২০২১ ১৫:৪৫ | আপডেট: ২৩ মে ২০২১ ১৮:০০
ফাইজার এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের দুই ডোজ করোনাভাইরাসের দ্রুত সংক্রমণক্ষম ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে উচ্চমাত্রায় কার্যকর— যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। খবর বিবিসি।
এ ব্যাপারে যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ দুটি ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া থাকলে করোনা আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর হারও উল্লেখযোগ্য হারে কমে আসে।
গত ৫ এপ্রিল থেকে ৬ মে’র মধ্যে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ফাইজারের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে উপসর্গযুক্ত কোভিড রোগীদের বিরুদ্ধে ৮৮ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। কেন্ট ভ্যারিয়েন্টের (যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া ভ্যারিয়েন্ট) বিরুদ্ধে এর কার্যকারিতা ছিল ৯৩ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের কার্যকারিতা পাওয়া গিয়েছিল ৬৬ শতাংশ। ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা পাওয়া গেছে ৬০ শতাংশ।
এই গবেষণার ফলাফলের ব্যাপারে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, এখন তাদের আত্মবিশ্বাস আরও তুঙ্গে পৌছালো। একইসঙ্গে, তিনি সকলকে ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার ব্যাপারে আহ্বান জানান।
এর আগে, এই দুই ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা ৩৩ শতাংশ বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।
পাশাপাশি, কেন্ট ভ্যারিয়েন্টের সঙ্গে তুলনায় ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই দুই ভ্যাকসিন ৫০ শতাংশ পর্যন্ত বেশি কার্যকর বলে ওই গবেষণায় দাবি করা হয়েছে।
এদিকে, ২১ জুন থেকে যুক্তরাজ্যে করোনা মোকাবিলায় আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বিবিসিকে বলেছেন, যথাযথভাবে ভ্যাকসিন কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমেই স্বাভাবিক জীবনে ফিরবে ব্রিটেন।
সারাবাংলা/একেএম
অক্সফোর্ডের ভ্যাকসিন কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ফাইজারের ভ্যাকসিন ভারতীয় ভ্যারিয়েন্ট