Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসরাইল ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ১৩:৫৬ | আপডেট: ২৩ মে ২০২১ ১৫:৪৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ফাইল ছবি)

ঢাকা: ‘ইসরাইল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’। বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটিতে পরিবর্তন এসেছে। নতুন দেওয়া পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শব্দ দুটি বাদ পড়ছে। এতে জনমনে প্রশ্ন জেগেছে, বাংলাদেশ কি ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে? এমন পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরাইল ইস্যুতে বাংলাদেশের অবস্থান আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার (২৩ মে) বলেছেন, ইসরাইল ইস্যুতে বাংলাদেশের অবস্থান আগের মতোই আছে। কোনো পরিবর্তন হয়নি। আমরা ইসরাইলকে স্বীকৃতি দিচ্ছি না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বৈশ্বিক মান বজায় রাখার জন্য ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ কথাটি পাসপোর্ট থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা আরও ৬ মাস আগে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেশের পাসপোর্ট যাতে আন্তর্জাতিক অঙ্গণে আরও শক্তিশালী হয়, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার কোনো বিষয় যুক্ত নেই।

সারাবাংলা/জেআইএল/এএম

ইসরাইল ইসরাইল ব্যতীত

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর