Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ফিরলেন আরও ৪৪ জন, একজন করোনা পজিটিভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ০০:৪৬

চুয়াডাঙ্গা: জেলার দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে শনিবার (২৩ মে) আরও ৪৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে একজন করোনা পজিটিভ। এ নিয়ে ছয় দিনে মোট ৪৫৯ জন বাংলাদেশি দেশে ফিরলেন। দেশে ফেরত আসাদের মধ্যে এ নিয়ে করোনা পজিটিভের সংখ্যা ৮ জন।

শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশিরা দর্শনার জয়নগর চেকপোস্টে পৌঁছালে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ইমিগ্রেশন শেষে ৩৬ জনকে ১৪ দিনের কোয়ারেনটাইনের জন্য যাত্রীবাহী বাস যোগে বিশেষ নিরাপত্তায় কুষ্টিয়ায় পিটিআই হোস্টেলে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ২জনকে চুয়াডাঙ্গা নাসিং ইনিস্টিটিউটে, ক্যান্সারসহ জটিল রোগে গুরুতর অসুস্থ ৫ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও করোনা পজিটিভ একজনকে সেখানকার আইসোলেশনে নেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভারতফেরত যাত্রীদের কোয়ারেনটাইন ও অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা ভারতফেরত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর