Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি সদস্যের বাড়ির পাশে মাটি খুঁড়ে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২১ ১৮:২৯

ময়মনসিংহ: জেলার সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বসতঘরের পাশ থেকে মাটি খুঁড়ে আকাশ মিয়া নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আকাশ স্থানীয় অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ওই ইউপি সদস্যের নাম জিয়াউর রহমান। নিহত আকাশ মিয়া সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ভুগলি মণ্ডলবাড়ি গ্রামের আকরাম হোসেনের ছেলে। কোতোয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি ফিরোজ তালুকদার জানান, সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে নিহত আকাশ মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। তারা দু’জন পরিবারকে না জানিয়ে গত ২ মে কোর্টে গিয়ে বিয়ে করে। পরে বিষয়টি জানাজানি হলে গত বুধবার (১৯ মে) জেসমিন আক্তার মোবাইল ফোনে আকাশকে তাদের বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে আকাশ নিখোঁজ ছিল।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার (২১ মে) বিকেলে পুলিশ ওই ইউপি সদস্যের বসত ঘরের পাশে মাটি খুঁড়ে আকাশের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যের স্ত্রী রোজিনা আক্তার ও তার ভাইয়ের স্ত্রী নার্গিস আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

ওসি ফিরোজ আরও জানান, ওই রাতেই নিহতের বাবা আকরাম হোসেন ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে। মামলার বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনএস

ইউপি সদস্যের বাড়ি ময়মনসিংহ মাটি খুঁড়ে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর