Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের তাণ্ডব: বাবুনগরীর ব্যক্তিগত সহকারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২১ ১৮:৩১ | আপডেট: ২২ মে ২০২১ ১৮:৩২

চট্টগ্রাম ব্যুরো: হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটি আমীর জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তাকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার (২১ মে) রাত ১১টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বড় দিঘীর পাড় এলাকা থেকে ফারুকীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের প্রধান লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।

বিজ্ঞাপন

গ্রেফতার মো. এনামুল হাসান ফারুকী (২৪) নোয়াখালী জেলার চাটখীল উপজেলার সানোখীল গ্রামের ওমর ফারুকের ছেলে। হাটহাজারীর আল জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার ছাত্র ফারুকী নিজেকে হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারি হিসেবে পরিচয় দিতেন। হেফাজতের সাংগঠনিক তথ্য বাবুনগরীর পক্ষ থেকে গণমাধ্যমে সরবরাহ করতেন তিনি। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বাবুনগরীর প্রধান খাদেম হিসেবে উল্লেখ করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘হেফাজতের মরহুম আমীর শাহ আহমদ শফীর ‍মৃত্যুর ঘটনায় আদালতে যে মামলা বিচারাধীন সে মামলার আসামি ফারুকী। এছাড়া গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গত ২৬ মার্চ হাটহাজারী থানায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলারও তিনি পলাতক আসামি।’

নাশকতার মামলায় গ্রেফতার দেখানোর জন্য ফারুকীকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন।

বিজ্ঞাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর আগমনের প্রতিবাদের নামে ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারী থানায় আক্রমণ, ভূমি অফিস ও ডাকবাংলোতে আগুন দেওয়াসহ সহিংস তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পুলিশের গুলিতে মারা যায় চারজন হেফাজত কর্মী।

এসব ঘটনায় হাটহাজারী থানায় মোট ৯টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী, সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হারুন ইজাহার, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

এনামুল হাসান ফারুকী ব্যক্তিগত সহকারী হেফাজতের তাণ্ডব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর