Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে চালের ট্রাক উল্টে নিহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২১ ১৩:৫৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটি নওগাঁ থেকে চাল নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২২ মে) ভোর ৬ টার দিকে মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন— আতিকুর রহমান (২৭) ও আবদুল খালেক (৫০)। দুইজনই ট্রাকের যাত্রী ছিলেন। আর আহতরা হলেন- মহসিন (৩০), সজিব (৩০), মো. আলম (৪০), নবী হোসেন (৪০) ও মো. বাবুল (৩৫)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন আছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে জানান, ট্রাকে মোট সাতজন ছিলেন। সেটি উল্টে গেলে সাতজনই আহত হন।

আহতদের হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আতিক ও খালেককে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন শীলব্রত বড়ুয়া।

সারাবাংলা/আরডি/এনএস

চালের ট্রাক উল্টে নিহত ২ টপ নিউজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আবহাওয়া যেমন যাবে আগামী ৩ দিন
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর