Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ দিনে ভারত থেকে ফিরেছে ৩ হাজার, করোনায় আক্রান্ত ১৭

লোকাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২১ ১১:২৯ | আপডেট: ২২ মে ২০২১ ১৫:০১

ফাইল ছবি

বেনাপোল (যশোর): করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে স্থলপথে বাংলাদেশ সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে প্রতিদিন কিছু কিছু পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরছেন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার শুরুতে গত ২৬ এপ্রিল থেকে ২২ মে সকাল সাড়ে ১১টা পর্যন্ত সময়ে ভারত থেকে দেশে ফিরেছেন তিন হাজার ৩৫০ বাংলাদেশি। এর মধ্যে ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন ১৭ জন।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. উৎপলা রায় জানান, শনিবার (২২ মে) সকাল সাড়ে ১১টা পর্যন্ত সময়ে ভারত থেকে ফিরেছেন ২৫ জন বাংলাদেশি। তাদের যশোর গাজির দরগা মাদ্রাসা ও বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরে ঝুঁকিমুক্ত হলে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। আর যারা করোনা আক্রান্ত হয়ে ফিরছেন বা দেশে ফিরে আক্রান্ত হচ্ছেন তাদের রাখা হচ্ছে করোনা ইউনিটের রেড জোনে।

এদিকে ভারত ফেরত কয়েকজন যাত্রী বলছেন, দেশে স্বাস্থ্যসেবা উন্নত হলে এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করানো দরকার হতো না। দেশের টাকা দেশেই থাকতো, মানুষের দুর্ভোগও কম হত। করোনা থেকে শিক্ষা নিয়ে বিপদের সময় অতি জরুরি চিকিৎসা ব্যবস্থা আধুনিক করতে হবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, কলকাতা দূতাবাস থেকে এনওসি নিয়ে প্রতিদিন ভারতে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরছেন। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রাও একই নিয়মে দেশে ফিরে যাচ্ছেন।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস টপ নিউজ বাংলাদেশি যাত্রী বেনাপোল স্থলবন্দর ভারত ভ্রমণ নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর