Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াশে পুকুরে ডুবে প্রাণ গেল খালাত ভাই-বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২১ ২৩:০৭

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার তাড়াশে আম কুড়াতে গিয়ে চেয়ারম্যানের পুকুরে ডুবে প্রাণ গেল খালাতো ভাই আতিক হোসেন (৬) ও বোন মুক্তি খাতুন (৭) নামে দুই শিশুর। শুক্রবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার তালম ইউনিয়নের তারটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মুক্তি খাতুন তারটিয়া গ্রামের মোক্তার হোসেনের মেয়ে ও আতিক বগুড়ার ধুনট উপজেলার মুকুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে তারটিয়া গ্রামে মোক্তার হোসেনের বাড়িতে বগুড়া জেলার ধুনট থেকে তার ভায়েরা পরিবারসহ বেড়াতে আসেন। পরে বিকাল ৫টার দিকে খালাতো বোন মুক্তির সঙ্গে ভাই আতিক হোসেন পাশের চেয়ারম্যান আব্বাস উজ জামানের বাড়ির পুকুরপাড়ে আম কুড়াতে যায়। একপর্যায়ে বোন মুক্তি খাতুন পা ফসকে পাড় থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।

এসময় তাকে বাঁচাতে গিয়ে খালাতো ভাই আতিক পানিতে ঝাঁপিয়ে পড়ে। এতে দু’জনই পানিতে তলিয়ে যায়। পরে রাত ৮টার দিকে তাদের দু’জনের মরদেহ ভেসে ওঠে।

তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খালাতো ভাই-বোন আম কুড়াতে গিয়ে তারই বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়। নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

সারাবাংলা/এমও

পুকুরে ডুবে প্রাণ গেল মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর