Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লামায় কুয়েত প্রবাসীর স্ত্রী ও ২ মেয়ের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২১ ২২:১০

বান্দরবান: জেলার লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বসতঘরে স্ত্রী সন্তানসহ একই পরিবা‌রের ৩ জ‌নের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পে‌রে পু‌লিশ‌কে খবর দেয়। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছে- প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার বড়‌ মে‌য়ে রাফি (১৩) ও ছোট মে‌য়ে নুরি (১০ মাস)।

পুলিশ ও কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ছোট ভাই আব্দুল খালেক জানায়, নুর মোহাম্মদের শয়নকক্ষে তার স্ত্রী ও ছোট মে‌য়ে নুরির লাশ ও বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে ছিল।

আব্দুল খালেক বলেন, ‘সারাদিন কোনো সাড়া শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পিছনের জানালা দিয়ে ঊঁকি দিলে নুর মোহাম্মদের রুমে তার স্ত্রী ও ছোট সন্তানের লাশ প‌ড়ে থাক‌তে দেখতে পাই। বিষয়টি লামা থানাকে অবহিত করলে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙে তা‌দের লাশগুলো উদ্ধার করে।’

খবর পে‌য়ে লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়রসহ এলাকাবাসী ঘটনাস্থ‌লে ছু‌টে আ‌সে।

সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ বান্দরবান লামা লাশ উদ্ধার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর