Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি হবে কি হবে না?


২৬ মার্চ ২০১৮ ২১:১১ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:৩৯

মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর

ঢাকা: ‘বৃষ্টি হবে কি হবে না’ এ দোলাচলে কেটেছে সোমবার সারাটা দিন। আকাশে মেঘ আছে, মেঘ কালোও হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ কিন্তু যার জন্য এত আয়োজন সে বৃষ্টিরই দেখা নেই।

একটা বিরাট ঝড়ের পূর্বাভাস শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই, যত দিন পেরোচ্ছে ঝড়ের আকার বাড়ার সম্ভাবনাও বাড়ছে।

এই মুহূর্তে বাতাসের বেগ বেশি আছে, আকাশে কিছু মেঘও আছে। তবে বলা হচ্ছে ঝড়ের মেঘটা আসবে মঙ্গলবার সকাল ৬টার দিকে তখন মেঘের পরিমাণ থাকবে ৭৪ শতাংশ আর বায়ুর বেগ ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সব একসঙ্গে মিলে গেলে ঝড় হতে পারে মঙ্গলবার ভোরেই।

আর যে ঝড় বইবে তাতে বজ্রপাত, হবে শিলা বৃষ্টিও হবে। তাই ঝড় যখনই হোক, তা থেকে বেচে থাকার পরামর্শ রইলো।

যতক্ষণ ঝড়টা আসছে না বাতাসের আর্দ্রতা বেশি থাকবে, তাই বেশ ঘাম হবে, তবে বাতাসও আছে অনেক।

ঝড় হবে এ মন নিয়ে ঘুমুতে যান, বাইরে কাপড় শুকাতে দেওয়া থাকলে ঘরে তুলে ঘুমান। না হলে কাপড় ভিজে যাবেই, উড়ে হারিয়েও যেতে পারে।

নিরাপদে কাটুকেআপনার সারাটা দিন।

সারাবাংলা/ এমএ/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর