Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২১ ২০:০৫

প্রতীকী ছবি

সাতক্ষীরা: জেলার শ্যামনগরে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার গাবুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং একই গ্রামের শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা উভয়ে সম্পর্কে চাচাতো ভাই।

পরিবারের বরাত দিয়ে দুই শিশুর মামাতো ভাই আলম হোসেন জানান, প্রচণ্ড গরমে সকালে দুই ভাই বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় সবার অজান্তে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাদের গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. হাইকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, একইসঙ্গে ২ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাছুদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

২ শিশুর মৃত্যু পানিতে ডুবে মৃত্যু শ্যামনগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর