Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ড ভ্যানের ধাক্কায় ডিইউজে নেতা জিহাদ আহত, হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২১ ১৭:১৫ | আপডেট: ২১ মে ২০২১ ২২:১১

ঢাকা: রাজধানীর কাকরাইলে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক ও বিটিভির রিপোর্টার জিহাদুর রহমান জিহাদ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শুক্রবার (২১ মে) সকাল ১০টার দিকে কাকরাইল মোড়ে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিট থেকে ডিআরইউর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ জানান, সাংবাদিক নেতা জিহাদ সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে সেগুনবাগিচা যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় একটি বেপরোয়া কাভার্ড ভ্যান তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের একাংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে বুক, মুখমণ্ডল ও চোয়ালে আঘাত পান। তার একটি দাঁতও ভেঙে গেছে।

জিহাদকে তাৎক্ষণিক উদ্ধার করে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। বর্তমানে তিনি বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

ডিইউজের সাবেক নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুব জানিয়েছেন, জিহাদকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে এখানে অন্তত ২৪ ঘণ্টা রাখতে হবে। তার অপারেশন হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত।

সারাবাংলা/ইউজে/একে

ডিইউজে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর