Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরিচক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২১ ১৪:১৪

প্রতীকী ছবি

কুয়াকাটা: জেলার পৌর এলাকাধীন কচ্ছপখালীর একটি মরিচক্ষেত থেকে মিরাজ ভদ্র (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) সকাল ১১টায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ কচ্ছপখালী এলাকার সিদ্দিক ভদ্র ছেলে। বৃহস্পতিবার (২০ মে) মিরাজের সঙ্গে তার প্রথম স্ত্রীর মামাতো ভাই রাকিবের সহযোগীদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার সঙ্গে
হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা।

মিরাজের বাবা সিদ্দিক ভদ্র দাবি করেছেন, মিরাজের প্রথম স্ত্রীর প্রেমিক রাকিবের সহযোগীরা তার ছেলেকে হত্যা করেছে। মিরাজ বৃহস্পতিবার রাত দশটার দিকে বাবার সঙ্গে ভাত খেয়ে বাইরে যান এরপর আর বাসায় ফেরেননি। বারবার তার মোবাইল নম্বরে কল করে বন্ধ পাওয়া যায়।

সকাল বেলা বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া শুরু হয়। পরে ওই এলাকার তামিম নামের একটি শিশু মরিচক্ষেতে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা মৃতদেহ দেখে শনাক্ত করে পুলিশে খবর দেয়। মহিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে লাশের সাথে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করা যেতে পারে।

সারাবাংলা/একেএম

কুয়াকাটা মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর