Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২১ ১৩:২১ | আপডেট: ২১ মে ২০২১ ১৩:২৫

চুয়াডাঙ্গা: সর্বশেষ ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারত ফেরত একজনসহ তিন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজ পাড়ার মিজানুর রহমানের ছেলে সাকিব (১৭) ক্যান্সারের চিকিৎসা নিতে ভারতে যায়। সে ১১ মে যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে দেশে ঢুকে চুয়াডাঙ্গায় চলে আসে।

এরপর, সদর হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় সাকিব করোনা পজেটিভ হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মরহুম ফত্তুল্লার ছেলে আবুল হোসেন (৭৫) ১৫ মে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মরহুম মোশারফ হোসেনের স্ত্রী আছিয়া বেগম (৬০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর