Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২১ মে ২০২১ ০৯:১৩

ফাইল ছবি

সুনামগঞ্জ: ছাতকে চাচাতো ভাইয়ের হামলায় গুরুতর আহত হাজি মোস্তফা আনোয়ার এনাম (৪০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোস্তফা আনোয়ার এনাম পৌরসভার নোয়ারাই মহল্লার মৃত মতিন মিয়ার পুত্র। হামলাকারী চাচাতো ভাই দবির মিয়া মৃত নূর মিয়ার পুত্র।

জানা যায়, ঈদের আগের দিন গত ১৩ মে ইফতারের আগ মুহূর্তে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এনামের ওপর হামলা চালায় আপন চাচাতো ভাই দবির ও তার স্ত্রীসহ লোকজন। এতে তিনি গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এনামকে ঢাকায় রেফার করা হলে তাৎক্ষণিকভাবে কোনো এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়ায় নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন এক সপ্তাহ। এর মধ্যে তার জ্ঞান ফিরে আসেনি। পরে তাকে ফের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়।

মোস্তফা আনোয়ার এনামের ভাই মোস্তফা দেলোয়ার পারভেজ জানান, তার ব্যবসায়ী ভাই হাজি মোস্তফা আনোয়ার এনাম সিলেটে থাকেন। পরিবারের সকলের সঙ্গে ঈদ উদযাপনের জন্য তিনি বাড়িতে এসেছিলেন। ঈদের আগের দিন ইফতারের আগে ইফতারি ও বাজার নিয়ে ঘরে ফিরছিলেন। ঘরের পাশে আসলে চাচাতো ভাই দবির মিয়ার স্ত্রী লাভলী বেগম তার উপর নোংরা পানি ফেলে দেয়। এ নিয়ে দবির ও দবিরের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় এনামের। এসময় দবির মিয়া ও তার স্ত্রী লাভলী বেগমসহ তাদের সহযোগীরা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে হাজি মোস্তফা আনোয়ার এনামকে।

বিজ্ঞাপন

ওসি জানান, দবির মিয়া ও তার স্ত্রী লাভলী বেগমসহ এ মামলার অন্যান্য আসামি শিহাব মিয়া, মিশু, শরীফ, জমির মোল্লা, শিউলী পলাতক রয়েছেন।

সারাবাংলা/এসএসএ

ভাই খুন সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর