বিসিএসের মৌখিক পরীক্ষা নিয়ে এখনো অনিশ্চয়তায় পিএসসি
২০ মে ২০২১ ২২:২৬ | আপডেট: ২১ মে ২০২১ ১২:৫৫
ঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে আরও অনেক কিছুর মতো আটকে আছে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা। এই পরীক্ষা কবে হবে, সেটি নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কমিশন আশা করছে, সরকারের জারি করা বিধিনিষেধ শেষে পরীক্ষাটির আয়োজন করতে পারবে তারা।
কমিশন বলছে, চিকিৎসক নিয়োগের জন্য হওয়া ৪২তম বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষা ‘লকডাউনে’র কারণেই মূলত বন্ধ রয়েছে। বিশেষ এই বিসিএসে উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় প্রথমে ২৩ মে থেকে নির্ধারণ হয়েছিল। পরে তা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশন আরও বলছে, লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর তারা নতুন করে তারিখ নির্ধারণ করবে। এজন্য তারা যত কমসম্ভব সময় ব্যয় করার পরিকল্পনা করেছে। সময় নির্ধারণ করা হলে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে সেটি পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। সাক্ষাৎকারপত্রটি পিএসসির কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকারপত্রটি ডাউনলোড করতে পারবেন।
এর আগে, মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি।
সারাবাংলা/টিএস/টিআর