Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুল্লুকে চলো’ আন্দোলন পথ দেখাবে: মুজাহিদুল ইসলাম সেলিম

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২১ ২২:২২

ঢাকা: চা শ্রমিকদের গৌরবময় লড়াই ‘মুল্লুকে চলো’ আন্দোলনের শতবর্ষ পূর্তিতে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আজ শত বছর পরেও গুলি চালিয়ে শ্রমিক হত্যা চলছে। শ্রমিকশ্রেণির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে শত বছরের জুলুম ও শোষণতন্ত্রের অবসান ঘটাতে হবে।

তিনি ইতিহাসের বরাত দিয়ে বলেন, ‘মুল্লুকে চলো’ আন্দোলনে চা শ্রমিকদের সঙ্গে রেল-স্টিমারসহ অন্যান্য শ্রমিকদের দীর্ঘ সংহতি ধর্মঘট, দেশব্যাপী মুক্তিকামী জনতার রাজনৈতিক প্রতিক্রিয়ায় সেদিন কোম্পানি ও শাসকরা পরাজিত হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, শ্রমিকশ্রেণি ও দেশের মানুষের মুক্তির জন্য আজ একইভাবে শাসকশ্রেণির বিরুদ্ধে বজ্রকঠোর ঐক্য ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

চা শ্রমিকদের ‘মুল্লুকে চলো’ আন্দোলনের শতবর্ষ উদযাপনে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পার্টির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফি রতন, সম্পাদক আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, কৃষক নেতা নিমাই গাঙ্গুলি, শ্রমিক নেতা আকতার হোসেন, যুব নেতা খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা মিখা পিরেগু।

সমাবেশে বক্তারা বলেন, প্রচলিত সকল সুযোগ সুবিধা বহাল রেখে ( রেশন, বাসা, চিকিৎসা ইত্যাদি সহ) শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা চা শ্রমিকদের জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি প্রদানের দাবি জানান। সমাবেশ থেকে চা শ্রমিকদের ১০-দফা মেনে নেওয়ার দাবি জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

চা শ্রমিক মুল্লুকে চলো আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর