Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজিনা ইসলামের মুক্তিসহ ৪ দফা দাবি ডিইউজের

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২১ ১৭:২০ | আপডেট: ২০ মে ২০২১ ২২:৫৪

ঢাকা: প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিসহ চারদফা দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

চার দফা দাবির মধ্যে রয়েছে- ১. নিঃশর্তে রোজিনা ইসলামের মুক্তি; ২. রোজিনাকে যারা হেনস্থা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে; ৩. রোজিনার বিরুদ্ধে যে আইন প্রয়োগ করা হয়েছে সেটি যাতে ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে আর প্রয়োগ না হয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে তার অঙ্গীকার করে দুঃখ প্রকাশ করতে হবে এবং ৪. সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে।

সমাবেশে বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কক্ষে ছয় ঘণ্টা আটকে রেখে রোজিনা ইসলামকে নির্যাতন করা হয়েছে। এ নিয়ে আমরা বিভিন্ন মন্ত্রী এবং আমলাদের সঙ্গে কথা বলেছি। তারাসহ অধিকাংশ মানুষ মনে করে রোজিনার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে এবং তার ন্যায় বিচার পাওয়া উচিত।

তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আমরা প্রত্যাখান করেছি। যেথানে অতিরিক্ত সচিব অভিযুক্ত সেখানে যুগ্মসচিব কীভাবে তদন্ত কমিটটির প্রধান হয়। এই ধরনের তদন্ত কমিটি বাতিল করে সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি নিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে।’

পত্রিকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন ছাপানোর সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা মালিক হিসেবে সাংবাদিকদের এই সময়ে কি করেছেন। বিজ্ঞাপন ছাপানো আপনাদের কোনোভাবেই উচিত হয়নি। এটা মেনে নেওয়া যায় না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একজন মন্ত্রী বলেছেন, সাংবাদিকদের আবেগ দিয়ে না দেখার জন্য। কিন্তু রোজিনার সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক রয়েছে। তারপরেও আমরা যুক্তি দিয়ে কথা বলতে চাই। রোজিনার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা তথ্য অধিকার আইনেরও লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘করোনায় সবচেয়ে বড় ফ্রন্টলাইনার হয়েও সাংবাদিকরা বঞ্চিত। করোনায় ব্যাংকার, ডাক্তার, আমলা এবং পুলিশ মারা গেলে বিশেষ ক্ষতিপূরণ পাচ্ছেন। কিন্তু সাংবাদিকরা পাচ্ছেন না। অথচ সাংবাদিকরা ফ্রন্টলাইনারের চেয়েও অগ্রগামী।’

প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে। এই আইনে সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। এই ধরনের আইন না থাকায় আমাদের সহকর্মী রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থা হয়েছে। আমরা অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চাই।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা নিজেদের তথ্য নিজেরাই সংরক্ষণ করতে পারেননি, তাদের বিচার হওয়া উচিত। অন্যথায় সাংবাদিকরা ফুঁসে উঠলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আমরা মানি না, মানব না। নতুন করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। যেখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকতে হবে।’

বিএফইউজের সভাপতি মোল্লা জালাল বলেন, ‘রোজিনার মুক্তি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা তাকে হেনস্থা করেছে তাদের অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের সবধরনের হয়রানি বন্ধ করে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ করে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজ‘র সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংবাদিক নেতা কাজি রফিক প্রমুখ।

সারাবাংলা/জিএস/পিটিএম

চার দফা টপ নিউজ ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রথম আলো রোজিনা ইসলাম সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর