নমুনা পরীক্ষা, সংক্রমণ, মৃত্যু— সবই কমেছে ২৪ ঘণ্টায়
২০ মে ২০২১ ১৫:৫৮ | আপডেট: ২০ মে ২০২১ ১৭:২৩
দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬ জন। একই সময়ে নমুনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫৭ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ ৭ লাখ ৮৫ হাজার পেরিয়ে গেল। করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জনে।
আগের দিন করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৩৭ জন, নতুন সংক্রমণ ছিল ১ হাজার ৬০৮টি। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে। একই সময়ের ব্যবধানে অবশ্য কমেছে করোনার নমুনা পরীক্ষাও।
বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৮২টি পরীক্ষাগারে ১৯ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ এদিন মোট পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি নমুনা। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২০ হাজার ৪২৮টি। এ নিয়ে দেশে মোট ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা হলো।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হওয়া নমুনার ১ হাজার ৪৫৭টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনের মধ্যে এই সংক্রমণ শনাক্ত হলো। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের দিন ছিল ৭ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার আরেকটু কমে হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩৭৮ জন। এ নিয়ে করোনা আক্রান্তদের মধ্যে মোট ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যে ৩৬ জন মারা গেছেন, তা নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে মোট ১২ হাজার ২৮৪ জন মারা গেলেন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে যারা মারা গেছেন, তাদের ৩৫ জনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে, একজনের বাসায়। এই ৩৬ জনের মধ্যে ২৬ জন পুরুষ, ১০ জন নারী। তাদের ১৯ জন ষাটোর্ধ্ব, ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সী দুই জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় মৃত এই ৩৬ জনের মধ্যে ১৪ জন চট্টগ্রাম বিভাগের, ১২ জন ঢাকা বিভাগের। তিন জন করে মারা গেছেন রাজশাহী ও সিলেট বিভাগে। এছাড়া খুলনা বিভাগে মারা গেছেন দুই জন, একজন করে মারা গেছেন বরিশাল ও ময়মনসিংহ বিভাগে।
সারাবাংলা/টিআর