Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দীতে গাছ কাটা: আদালত অবমাননার শুনানি মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২১ ১৬:০৪ | আপডেট: ২০ মে ২০২১ ১৬:০৫

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও দোকান নির্মাণের ওপর স্থিতাবস্থা চেয়ে করা আদালত অবমাননার আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে গাছ কাটা বন্ধই থাকছে।

এ বিষয়ে শুনানির নির্ধারিত দিনে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন আদালতকে জানান, মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তারা পরিবেশ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আর এ বিষয়ে আরও একটি রিট হাইকোর্টের অপর একটি বেঞ্চে দায়ের করা আছে। এরপর আদালত বিষয়টি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।

নআদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে গত ১১ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২০ মে পর্যন্ত গাছ না কাটার মৌখিক নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।

নির্দেশনার বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে অ্যাটর্নি জেনারেলকে বলেছিলেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ২০ মে পরবর্তী দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ সেটির শুনানি হয় বলেও নিশ্চিত করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। আজ সেটির শুনানি আগামী দুই সপ্তাহ স্ট্যান্ডওভার করেছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/একে

গাছ কাটা টপ নিউজ সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর