করোনা: পেছাল রাবি’র ভর্তি পরীক্ষা
২০ মে ২০২১ ১৪:০৬ | আপডেট: ২০ মে ২০২১ ১৫:৩৮
রাজশাহী: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স (১ম বর্ষ) ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম।
তিনি বলেন, করোনা সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন সিদ্ধান্ত মোতাবেক, ১৬ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে। এরপর ১৭ আগস্ট ‘এ’ ইউনিট এবং সর্বশেষ ১৮ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, এ বছর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৪, ১৫ ও ১৬ জুন তিন ইউনিটে নেওয়ার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি পরীক্ষা তিনটি শিফটে হবে এবং তিন দিনেই ভর্তি পরীক্ষা শেষ হবে।
এদিকে, এবারের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনে তিন ইউনিটে বিশেষ কোটা বাদে চার হাজার ১৭৩ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট এক লাখ ২৭ হাজার ৬৪৬। এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৩১ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং সশরীরে পরীক্ষা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।
সারাবাংলা/একেএম
কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়