Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোজিনা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন ফেইস করতে হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২১ ১৪:০৯ | আপডেট: ২০ মে ২০২১ ১৬:০৬

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। আমাদের আসলে লুকানোর কিছু নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুটিকয়েক লোকের জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক প্রশ্ন ফেইস করতে হচ্ছে।

বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

এর আগে, ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। তবে রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা অনভিপ্রেত। আমরা তার ন্যয়বিচার প্রত্যাশা করছি।

সারাবাংলা/জেআইএল/এসএসএ

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিক রোজিনা

বিজ্ঞাপন

১২ ডেপুটি জেলারের বদলি
২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর