সোনাতলায় আ.লীগের ২ পক্ষের সংঘর্ষে আহত ৫
১৯ মে ২০২১ ২১:১০ | আপডেট: ২০ মে ২০২১ ০১:০৬
বগুড়া: বগুড়ার সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ মে) বিকেল থেকে দুই পক্ষের মধ্যে এই বিরোধ চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও দুই পক্ষই সন্ধ্যার পর পর্যন্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থানে ছিল।
জানা গেছে, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের একটির নেতৃত্বে রয়েছেন সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন। আরেক পক্ষ সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেনের অনুসারী।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, উপজেলা আওয়ামী লীগের দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। কয়েকজন সামান্য আহত হয়েছেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওসি বলেন, অপীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তবে দুই দল এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে।
জানতে চাইলে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি করে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেনের লোকজন এসে বিশৃঙ্খলা তৈরি করে। এতে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল থেকেই দুই দলের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
সারাবাংলা/টিআর