Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২১ ১৬:১৯

ঢাকা: একদিন বিরতি দিয়ে ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বুধবার (১৯ মে) পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখীর পাশাপাশি বেড়েছে আর্থিক লেনদেনও। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের সাড়ে চার মাসের মধ্যে ডিএসইতে একদিনে সর্বোচ্চ আর্থিক লেনদেন। এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি ডিএসইতে দুই হাজার ১৯৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬৪টি কোম্পানির ৭২কোটি ৪ লাখ ৭০ হাজার ২৯১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭৩ পয়েন্টে উন্নীত হয়। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮২ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৯৭কোম্পানির ৫ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৭০৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫২ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ১২৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ ডিএসই পুঁজিবাজার3 লেনদেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর