Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৯ মে ২০২১ ১৬:১৯

ফাইল ছবি

বগুড়া: শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় হাফিজা বেগম (৬৫)  নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কের টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে দুটি বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে একটি সিএনজির ২ জন যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে হাফিজা বেগমকে হাসপাতালে ভর্তি করার পর মারা যান। এ ঘটনায় তার মেয়ে নাহিদা আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

সারাবাংলা/এসএসএ

বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর