সাংবাদিক রোজিনা ইসলামের মামলা ডিবিতে
সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২১ ১৪:৩১ | আপডেট: ১৯ মে ২০২১ ১৭:৫৬
১৯ মে ২০২১ ১৪:৩১ | আপডেট: ১৯ মে ২০২১ ১৭:৫৬
ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে মামলাটি স্থানান্তর করা হয় বলে জানিয়েছে রমনা পুলিশ।
ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন থেকে মামলাটির বিষয়ে তদন্তসহ সবকিছু করবে ডিবি পুলিশ।
উল্লেখ্য, গত ১৭ মে রাতে শাহবাগ থানায় উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নামে মামলা করেন।
সারাবাংলা/ইউজে/এসএসএ