২ শর্তে ব্যবহার করা যাবে চুড়িহাট্টার সেই ভবন
১৯ মে ২০২১ ১২:৫০ | আপডেট: ১৯ মে ২০২১ ১৫:৩৯
ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানশন পুনরায় ব্যবহারের জন্য দুটি শর্ত দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ১. কোনো ক্যামিকেল ব্যবসা করা যাবে না। ২. এ বিষয়ে অনুমোদন চেয়ে লিখিত আবেদন করতে হবে।
নিয়মিত সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে চুড়িহাট্টায় গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এসব শর্তের কথা জানান।
এর আগে বুধবার (১৯ মে) সকালে ভবনটি ব্যবহারের অনুমতি চেয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে কাউন্সিলর ইরফান সেলিমসহ ভবন সংশ্লিষ্টরা। এমন সময় সেখানে গিয়ে পৌঁছান ফজলে নূর তাপস।
তাপসকে পেয়ে হাজী সেলিম ভবনটি ব্যবহারে অনুমতি চান। এ সময় মেয়র বলেন, বিষয়টি বিবেচনা করে দেখা হবে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, দুই শর্তে ওই ছয়তলা ভবনটির চারতলা পর্যন্ত ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন:
আগুনের চিহ্ন মুছে নতুন রূপে ওয়াহেদ ম্যানশন, কিছুই জানে না রাজউক
চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ২ বছর, ১৬ বারেও জমা পড়েনি প্রতিবেদন
আজও চুড়িহাট্টায় হারানো স্বপ্ন খুঁজে ফেরেন স্বজনরা
চুড়িহাট্টা ট্র্যাজেডি: ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ডিএসসিসির সহায়তা
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি, সে এক ভয়াবহ রাত নেমেছিল পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায়। ওয়াহেদ ম্যানশন নামে ওই ভবনের রাসায়নিক গুদামে হঠাৎ অগ্নিকাণ্ডে মারা যান কমপক্ষে ৭১ জন।
সারাবাংলা/ইউজে/এএম