Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের হামলা হামাসকে বহু বছর পিছিয়ে দিয়েছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২১ ১০:২২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার (১৯ মে) ভোরে চালানো হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা ২২০ জনে দাঁড়িয়েছে। ইসরাইলের এই হামলা হামাসকে বহু বছর পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির তত্ত্বাবধাক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আলজাজিরা ও বিবিসি।

দুই দেশের ৯ দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় ২২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে। এদিকে দুই শিশুসহ ১২ জন ইসরাইলি নিহত হয়েছে।

বিজ্ঞাপন

বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় ৯ দিন ধরে চলা ইসরাইলের বোমা হামলা হামাসকে বহু বছর পিছিয়ে দিয়েছে। ইসরাইলের সকল নাগরিকের নিরাপত্তা পুনরুদ্ধার করতে যতক্ষণ লাগবে ততক্ষণ এই হামলা অব্যাহত থাকলে বলেও জানিয়েছে তিনি।

তবে দুই দেশের পাল্টাপাল্টি হামলা বন্ধে নেওয়া কূটনৈতিক উদ্যোগ খুব কমই সফল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে নেতানিয়াহুকে ফোন করেছিলেন।

মিশর ও জর্ডানের সঙ্গে সম্বন্নয় করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি যুদ্ধ বিরতি প্রস্তাব পেশ করেছে ফ্রান্স।

সারাবাংলা/এনএস

ইসরাইল টপ নিউজ ফিলিস্তিন বিমান হমলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর